চন্দনাইশ প্রতিনিধি »
দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় বজ্রপাতে মো. ইউনুছ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। মৃত মো. ইউনুছ দোহাজারী চাগাচরের মিয়া হোসেনের বড় ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম।
জানা যায়, প্রতিদিনের ন্যায় ২জন শ্রমিক নিয়ে নিজেদের জমিতে কাজ করতে যায়। শঙ্খ নদীর দক্ষিণ পাড়ে যাওয়ার পর হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতের বিকট শব্দে তারা মাটিতে লুটে পড়ে। শ্রমিকেরা উঠে দেখে ইউনুছ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।













