২৫ অক্টোবর ২০২৫

চন্দনাইশে বন্দুক ও ধারালো অস্ত্রসহ আটক-১

চট্টগ্রামের চন্দনাইশে দেশীয় বন্দুক ও ধারালো অস্ত্রসহ মো. আনোয়ার (২৬) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।

শনিবার (৮ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী হাতিয়া খোলা অলি ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ১টি দেশীয় তৈরী একনালা বন্দুক, ১টি কার্তুজ, ৩টি বন্দুকের বাট বিহীন নল, ৩টি ছাপাতি, ৫টি ছোট ও বড় ছুরি, ১টি ধামা উদ্ধার করা হয়।

আটককৃত মো. আনোয়ার পৌরসভার পূর্ব হাতিয়া খোলার অলি আহমদের ছেলে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালিয়ে ‍বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আনোয়ার হোসেন নামে এক দুবৃত্তকে আটক করেছি।

আটককৃত আসামীর বিরুদ্ধে চন্দনাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।

আরও পড়ুন