চন্দনাইশে বন্য হাতির আক্রমণে একজন নিহত ও একজন আহতের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) সকালে বরমা বাইনজুরি এলাকার জাকির হোসেন সওদাগর (৬০) ও সালাউদ্দিন (৪০) নামে দুই ব্যক্তিকে আক্রমণ করে।
এতে জাকির হোসেন সওদাগর মারা যান। আহত সালাউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল জাকির হোসেন জমিতে কাজ করার সময় হাতির আক্রমণে মারা যায়। অপর দিকে সালাউদ্দিন দোকানে যাওয়ার সময় হাতি আক্রমণ করে, পরে হাতি দুটি সাতকানিয়ার দিকে চলে যায়।
বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু জানান, সকাল সাড়ে ৭টার দিকে দুটি বন্যহাতি বরমা বাইনজুরি এলাকায় ঢুকে এ তাণ্ডব চালায়। এতে জাকির হোসেন সওদাগর নিহত হন ও সালাউদ্দিন নামে এক জন আহত হন।
ঘটনার খবর পেয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম উপস্থিত হয়ে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার ও আহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান প্রধান করেন।













