৮ ডিসেম্বর ২০২৫

চন্দনাইশে বাসের ধাক্কায় পথচারী নিহত

কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষ; মৃতের সংখ্যা বেড়ে ৪

চন্দনাইশে শাহ আমিন বাসের ধাক্কায় ইয়াকুব নবী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। এসময় তার কোলে থাকা চার বছরের নাতনী কাইফা ছিটকে পড়ে আহত হয়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ গাছবাড়িয়া কলঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব নবী ১০ নং ধোপাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার মৃত আহমদ নবীর ছেলে।

স্থানীয় চেয়ারম্যান আবদুল আলিম জানান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাস্তা পারাপার হওয়ার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী শাহ আমিন বাস(চট্টগ্রাম জ-১১-০০৬৯) বেপরোয়া গতিতে এসে সজোরে ধাক্কা দিলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ইয়াকুব নবীর মৃত্যু হয়। আহত হন তার খোলে থাকা নাতনি চার বছরের কাইফা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ ইরফান সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন