২৬ অক্টোবর ২০২৫

চন্দনাইশে বিক্ষিপ্ত ঘটনার মধ্যদিয়ে ৭ ইউপি’তে নির্বাচন সম্পন্ন

চন্দনাইশ প্রতিনিধি»

চট্টগ্রামের চন্দনাইশের ৭ ইউপি’তে বিক্ষিপ্ত কিছু ঘটনা ও সাময়িক ভোটগ্রহণ বন্ধ হওয়ার ঘটনার মধ্যদিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। দুটি কেন্দ্রে কিছুক্ষণ ভোটগ্রহণ স্থগিত, প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হওয়ার মধ্যদিয়ে নির্বাচন সম্পন্ন হয়।

বুধবার (৫ জানুয়ারি) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন শুরু হলেও দুপুর ১টায় হাশিমপুর ৪নং ওয়ার্ডে ২ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ভোট কাড়াকাড়ির ঘটনা ঘটে। এসময় ওই কেন্দ্রের ভোটার রমজান আলী (৫৬) নামে এক ব্যক্তি আহত হয়। অপরদিকে বৈলতলীর উত্তর জাফরাবাদ দায়েমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলালের চাচা ইলিয়াছ চৌধুরী (৬৫) আহত হয়।

আহতদেরকে চন্দনাইশ ও দোহাজালী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদিকে মধ্যম হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ চেয়ারম্যান প্রার্থী ভোট নিতে গেলে প্রতিপক্ষের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। পুলিশ ফাঁকা ৩ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ হাশিমপুর জাতীয় তরুণ সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ মেম্বার প্রার্থীর মধ্যে ভোট কাড়াকাড়ির ঘটনায় এক ঘন্টার অধিককাল ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানিয়েছেন প্রিজাডিং অফিসার প্রধান শিক্ষক আবদুর রহিম।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম বলেছেন, ২টি কেন্দ্রে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল। তবে পরবর্তীতে পরিবেশ অনুকুলে আশায় পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। তাছাড়া কোন ধরনের অঘটনা ছাড়ায় নির্বাচন সম্পন্ন হয়েছে।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন