২৭ অক্টোবর ২০২৫

চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতে ৫৯ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ দোকানদারকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা চন্দনাইশ উপজেলা সদর মার্কেট ও বৈলতলী ইউনুছ মার্কেট মোবাইল কোর্ট পরিচলনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, মোবাইল কোর্টে ৯ টি মুদির দোকান ও ১ টি চায়ের দোকানদারকে জরিমানা করা হয়। দোকানে মূল্য তালিকা প্রর্দশন না করা, মোড়কবিহীন ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি, অধিক মূল্যে পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রি করায় এ সব দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮,৩৯,৪০, ৫১ ও ৫৩ ধারায় জরিমানা করা হয়।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ