চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ অংশে দাঁড়িয়ে থাকা শাহ মজিদিয়া নামক একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার জোয়ারা কাঞ্চনগর বাদামতল এলাকায় বদলফকির হাট সংলগ্ন আব্দুল আজিজের ষ্টিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, বাসে আগুন দেয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কে বা কারা দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়েছে তা জানা যায়নি।
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ড্রাইভার সরোয়ার ও মালিককে বাসটি বুঝিয়ে দেওয়া হয়েছে।













