৪ নভেম্বর ২০২৫

চন্দনাইশে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চন্দনাইশ প্রতিনিধি »

চট্টগ্রামের চন্দনাইশে মো. পারভেজ (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডী হাজির পাহাড়ার একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পারভেজ পেশায় একজন রাজমিস্ত্রির শ্রমিক। সে ওই এলাকার ফরিদের ছেলে। পরিবার ও এলাকাবাসীর ধারণা প্রেম ঘটিত কারণে তাকে হত্যা করে লাশ ছোটোদের খেলার দোলনার সাথে পেঁচিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।

পারিবারিক সূত্র জানায়, বুধবার (১৫ মার্চ) রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন বাগানে তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্বার করে।

নিহতের মা বলেন, রায়জোয়ারা গ্রামের মিলি নামে এক মেয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক আছে। তার সাথে প্রায় সময় কথা কাটা-কাটি হয়। প্রেমিকার বিয়ের কথা বলে এলাকার কয়েকজন ছেলে রাতে এসে নিয়ে যায়। কে বা কারা তাকে হত্যা করে লাশ বাগানে ফেলে গেছে।

অপরদিকে উপজেলার রায়জোয়ারা গ্রামের আবদুল্লাহ’র মেয়ে মিলি (১৪) বলেন, পারভেজের সাথে তার ৬ বছরের প্রেম। আমার সাথে অন্য কারও প্রেমের সম্পর্ক নেই এবং অন্য কোথাও বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার ভিত্তিতে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

আরও পড়ুন