২৪ অক্টোবর ২০২৫

চন্দনাইশে যোগ দিলেন নতুন ওসি

চট্টগ্রামের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মঙ্গলবার (৮ জুলাই) রাতে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক গোলাম সারোয়ার। তিনি আনুষ্ঠানিকভাবে থানার সেকেন্ড অফিসারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন ।

এর আগে তিনি বোয়ালখালী থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। ২০০৫ ব্যাচের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। ২০১৮ সালে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হন। নরসিংদী জেলার সন্তান তিনি।

নতুন ওসি বলেন, ‘এই থানায় যতদিন দায়িত্বে থাকবো, সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ্‌।’

এআরই/বাংলাধারা

আরও পড়ুন