২৪ অক্টোবর ২০২৫

চন্দনাইশে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান

চন্দনাইশ প্রতিনিধি »

চট্টগ্রামের চন্দনাইশে সড়ক নিরাপত্তা বিষয়ক স্কুলভিত্তিক সচেতনতামূলক প্রচারাভিযান উপলক্ষে আলোচনা সভা ও সিসিমপুর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠান শেষে শিশুদেরকে সড়ক পারাপারে সচেতনতামূলক শপথ বাক্য পাঠ করানো হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম এলজিইডি তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ, বিশেষ অতিথি যথাক্রমে চট্টগ্রাম এলজিইডি নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. আমিরুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় নির্বাহী প্রকৌশলী অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয় মো. মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ঢাকা আরসিআইপি’র উপ-প্রকল্প পরিচালক।

প্রাধান অতিথি বক্তব্যে প্রকৌশলী তোফাজ্জল আহমদ বলেছেন, এলজিইডির মাধ্যমে ৫০ বছরে ১ লাখ ৩৫ হাজার কিলোমিটার সড়ক ইতিমধ্যে পাকাকরণ করা হয়েছে। এলজিইডিতে পাকা-কাচা সাড়ে ৩ লাখের বেশি সড়ক রয়েছে। সড়ক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তাটাও সরকার চিন্তা করছে। তাই শিশুদের নিয়ে আজকের এই আয়োজন করা হয়েছে, যাতে তারা সচেতনভাবে রাস্তা পার হতে পারে।

আরও পড়ুন