৭ নভেম্বর ২০২৫

চন্দনাইশে সমবায় দিবস পালন

চন্দনাইশ প্রতিনিধি »

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এ স্লোগানকে সামনে রেখে চন্দনাইশে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। আজ ৫ নভেম্বর সকালে দিবসটি উপলক্ষে চন্দনাইশ উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে র‍্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মিলনায়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন, সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ হাবিব উল্লাহ্, ইউআরসি ইন্সক্টার আকতার সানজিদা পপির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, সমবায়ী ওয়াসিম উদ্দীন, মো. বাবুল, মিন্টু, যুবলীগ নেতা জহির উদ্দীন হিরু, নাসির উদ্দীন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, সিরাজুল কাফি চৌধুরী প্রমুখ।

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনপদকে এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূলমন্ত্র গ্রাম হবে শহর এ বাক্যকে বাস্তবায়ন করতে সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনপদের মানুষকে কর্মমুখী করে তুলতে হবে। যে কাজ ১ জনকে দিয়ে হয় না, সে কাজ সমবায়ের মাধ্যমে সম্মলিতভাবে করা সম্ভব। প্রতিটি দেশ উন্নয়নের পিছনে সম্মলিত প্রচেষ্টা প্রাধান্য পেয়েছে। চির অবহেলিত গ্রামের আনাচে কানাচে, বিস্তীর্ণ জলাভূমির আশে পাশে, সুবিশাল অরণ্যের গভীরে লুকায়িত আছে অনেক সম্ভাবনাময়ী ক্ষেত্র। সেটা চিহ্নিত করে গ্রাম বাংলাকে জাগিয়ে তুলতে হবে সমবায়ের মাধ্যমে।

১১৮ বছর পূর্বে ১৯০৪ সালে সমবায় গঠিত হয়। বর্তমানে বাংলাদেশে ১ লাখ ৯২ হাজার ৪৯২টি সমবায় সংগঠন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ