২৬ অক্টোবর ২০২৫

চন্দনাইশে ১০ বিদ্রোহী প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

চন্দনাইশ প্রতিনিধি »

আসন্ন ৫ জানুয়ারি চন্দনাইশে ৭ ইউপিতে নিবার্চন অনুষ্ঠিত হবে। এ নিবার্চনে ১০ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছেন দক্ষিণ জেলা আ.লীগ।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে এই সকল প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

জানা যায়, গত ৮ ডিসেম্বর দক্ষিণ জেলা আ.লীগের কার্যকরি পরিষদের সিদ্ধান্ত মোতাবেক গতকাল ২৭ ডিসেম্বর দুপুরে বিদ্রোহী প্রার্থীদের মধ্যে কাঞ্চনাবাদের সাবেক চেয়ারম্যান আবদুর শুক্কুর, হাশিমপুরের বর্তমান চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, আমির মো. সাইফুদ্দীন চৌধুরী, মোজাম্মেল হক, ধোপাছড়ির বর্তমান চেয়ারম্যান মোরশেদুল আলম, বরমার জাবেদ মো. গাউছ মিল্টন, খোরশেদুল আলম টিটু, বরকলের আবদুর রহিম চৌধুরী, রাশেদুল আলম, বৈলতলীর বর্তমান চেয়ারম্যান আনোয়ার মোস্তফা চৌধুরী দুলালসহ ১০ জনকে বহিষ্কার করা হয়।

সভায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে যে সকল নেতা-কর্মী কাজ করবে বা প্রচার-প্রচারণায় অংশ নিবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা আ.লীগের পক্ষ হয়ে মনোনয়ন চেয়েছেন, তাদের পদ-পদবি না থাকলেও আ.লীগের কর্মী হিসেবে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন