চন্দনাইশ প্রতিনিধি »
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সময়ের শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়নের কারণে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
তবে শিক্ষকদের মধ্যে যারা পুরানো শিক্ষক রয়েছেন তাদেরকে আধুনিক প্রযুক্তিগত শিক্ষা গ্রহণ করে শ্রেণিকক্ষে পাঠদান করার আহবান জানান। অন্যথায় শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, সরকার প্রত্যেক শিক্ষককে কম্পিউটার প্রশিক্ষণ, শ্রেনি ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি ভাতা প্রদান করে যাচ্ছেন। প্রতিটি বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ৪ তলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের পাশাপাশি শিক্ষা উপকরণ, শেখ রাসেল কম্পিউটার ল্যাব, বঙ্গবন্ধু বুক কর্নার, আধুনিক টয়লেট সমৃদ্ধ ভবন নির্মাণের মধ্যদিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিয়ে যাচ্ছে। বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে ঝরে পড়া রোধ করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশে নিরক্ষর লোক নেই বললে চলে।
শনিবার (১২ নভেম্বর) সকালে দোহাজারী পৌরসভাস্থ দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বশীর উদ্দীন মুরাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ, আলোচনায় অংশ নেন, আথলীগ নেতা আবদুস শুক্কুর, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, নবাব আলী, আবদুল্লাহ আল নোমান বেগ, নুর মোহাম্মদ চৌধুরী, জামাল উদ্দিন, আসকর খান বাবু, শওকত খান, ওসমান গণি ভুট্টো, নুর মোহাম্মদ হোসেন, আনিছুর রহমান, বিকাশ কান্তি দাশ, ফয়েজ আহমদ টিপু প্রমুখ।