চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচন বাতিল করে নিজেকে বিজয়ী ঘোষণার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মেয়র প্রার্থী এম আইনুল কবির। এ সংক্রান্ত একটি মামলা তিনি দায়ের করেছেন নির্বাচনী ট্রাইব্যুনালে।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে গত ৭ মে চট্টগ্রামের যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল আলম। আদালত আগামী ৮ জুন মামলার শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
মামলায় বর্তমান মেয়র মাহাবুবুল আলম খোকা, অপর দুই প্রার্থী মাহাবুবুল আলম চৌধুরী ও ফারুক বাহাদুর, চট্টগ্রাম জেলা প্রশাসক এবং নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা (উপজেলা নির্বাহী কর্মকর্তা) কে বিবাদী করা হয়েছে।
এজাহারে বলা হয়, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও বেআইনি কার্যকলাপের মাধ্যমে মাহাবুবুল আলম খোকাকে জয়যুক্ত ঘোষণা করা হয়েছে। এম আইনুল কবির ছাতা প্রতীক নিয়ে ১৬টি কেন্দ্রে ১,৯১৬ ভোট পেলেও তার দাবি, প্রকৃত ভোট গণনা ও সুষ্ঠু নির্বাচনের ভিত্তিতে তিনি বিজয়ী হতেন। মামলায় তিনি নির্বাচন-পরবর্তী সব কার্যক্রম অবৈধ ঘোষণা এবং নিজেকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, ২০২১ সালের ৩ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রত্যাহার শেষে ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়।
এআরই/বাংলাধারা