৬ নভেম্বর ২০২৫

চন্দ্রনাথ পাহাড়ের গভীর খাদ থেকে মরদেহ উদ্ধার

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

বাংলাধারা ডেস্ক »

সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের পানিঘাটা এলাকার গভীর খাদ থেকে একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে মরদেহ উদ্ধারের পর সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত ব্যক্তির নাম আশুতোষ নাথ (৪৫)। তিনি মুরাদপুর ইউনিয়নের ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, প্রায় ২০০ ফুট গভীর খাদে একটা গাছের সঙ্গে মরদেহটি আটকে ছিল। পথ দুর্গম হওয়ায় উদ্ধারকারী দলের সদস্যরা দড়ি বেয়ে নিচে নেমে স্ট্রেচারে মরদেহ রেখে দড়ি বেঁধে ওপরে তোলেন। ধারণা করা হচ্ছে, তিনদিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ বিকৃত হয়ে গেছে।

এর আগে মঙলবার দুপুরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা শিব চতুর্দশী মেলা কমিটি ও পুলিশকে খবর দেন।

জানা গেছে, মেলা চলাকালে তিনদিনে থানায় চারজন নিখোঁজ থাকার বিষয়ে জিডি হয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ আছেন তিনজন, যাদের মধ্যে দুজন নারী।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ