বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীদের শিবচতুর্দশী মেলা চলছে। মেলায় সিঁড়ি ভেঙে দুই জন মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়লে অনেকেই হুড়োহুড়ি করে নামার চেষ্টা করে। এতে ৫ পুণ্যার্থী আহত হওয়ার পাশাপাশি অসুস্থ হয়ে পড়েছেন আরও দুই হাজারের বেশি।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বীনা দাস (৫০), লিপি কর্মকার (৩২) কমলা কর্মকার (৪০), সুশেন দাস (৩০) ও চম্পা হাওলাদার (৪৪)।
জানা যায়, প্রথম দিকে তীর্থ যাত্রীর চাপ কম থাকলেও তীথি ঘনিয়ে আসায় বাড়তে থাকে পূণ্যার্থীর চাপ। শনিবার বিকেলে চন্দ্রনাথের পাহাড় থেকে নামার সিঁড়ি ভেঙে দুজন মারা গেছেন এমন কথা ছড়িয়ে পড়লে পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পাহাড়ে ওঠা–নামার পথ বন্ধ করে দেওয়া হয়। আজ রবিবার ভোরের আলো ফোটার পর বিকল্প পথে নামতে অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ সময় হুড়োহুড়ি আর ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আহত হন পাঁচজন। এ ছাড়া মানুষের চাপাচাপিতে ২৪ ঘণ্টায় অসুস্থ হয়েছেন অন্তত ২ হাজার ২০০ তীর্থযাত্রী।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, ৫-৬ জন গুরুতর আহত পুণ্যার্থীকে হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া মেলা এলাকায় তাঁদের অস্থায়ী মেডিকেল ক্যাম্পে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৭০০ জন। তাঁদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।













