চবি প্রতিনিধি »
খাবারের খোঁজে ঘরে ঢুকে পড়ে অজগর সাপটি। ঘরের মালিক দেখে সাপটিকে না মেরে খবর দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিককে। এরপর রফিক এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়।
বুধবার (১০ জুলাই) বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিএনসিসি দপ্তর (চবি পুরাতন মেডিকেল সংলগ্ন) সংলগ্ন কলোনীতে এ ঘটনা ঘটে।
সাপটির ইংরেজি নাম বার্মিজ পাইথন (বার্মিজ বিবিটেটাস)। এদের কামড়ে মানুষ মরে না। এদের বিষদাত নেই।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিক বলেন, কলোনী থেকে জুলকার নাঈম খান নামে এক ভাই আমাদেরকে খবর দেয় অজগরটি সম্পর্কে। পরে আমরা যেই ঘরে সাপ ঢুকেছে সেই ঘরের মালিক শাহ আলম চাচার বাসায় আসি। সাপটির দৈর্ঘ প্রায় ২ ফুট হবে। এ কাজে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন বন্ধু আসির উদ্দিন।
তিনি বলেন, ধারণ করা হচ্ছে সদ্য ডিম থেকে হওয়া অজগরের বাচ্চাটি খাবারের খোঁজে এসেছিল। ২৪ ঘন্টার জন্য রেস্ট দেওয়া হবে। এরপর খাবার দিয়ে ফরিদ আহসান স্যারের পর্যবেক্ষণ শেষে ক্যাম্পাসে সাপের বাসযোগ্য আবাসস্থলে ছেড়ে দেওয়া হবে।
বাংলাধারা/এফএস/এমআর













