৪ নভেম্বর ২০২৫

চবিতে চারদিনব্যাপী প্রতীকী জাতিসংঘ সম্মেলন শুরু

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, মেধা ও মননশীলতার চর্চাকে আর ব্যাপকভাবে ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মত চারদিনব্যাপী প্রতীকী জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বব্যাপী তরুণদের উদ্ধুদ্ধকরণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনটি আয়োজন করেছে চবি প্রতীকী জাতিসংঘ সংস্থা (CUMUNA)।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এ সম্মেলন উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সম্মেলন চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

২০১৫ সাল থেকে সিইউমুনা দেশের ছায়া জাতিসংঘ সম্মেলনের ইতিহাসে পরপর চর্তুথবার সর্ববৃহৎ সেক্রেটারিয়েট নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এবারের সম্মেলনে দেশ বিদেশের ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০জন শিক্ষার্থী এবং ২৬ জন বিচারক অংশ নিচ্ছেন।

চবি প্রতীকী জাতিসংঘ সম্মেলন সংস্থার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সানজিদা রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, আজকের এ জাতিসংঘ সংসদে অংশগ্রহণকারী তরুণ প্রতিনিধিবৃন্দের অভিজ্ঞতা ও মতামতের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জসমূহের সমাধান উঠে আসবে। যুগোপযোগী চিন্তা ও গবেষণার দ্বারা টেকসহ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। তরুণদের রয়েছে অসীম শক্তি আর উদ্দীপনা। তাদের মাধ্যমেই গঠিত হবে আগামীর বিশ্ব।

তিনি আরও বলেন, চোখ বুঁজে তরুণকে বর্তমান ও আগামীর বিশ্বকে নিয়ে ভাবতে হবে। বিগত ছয় বছর ধরে এমন আয়োজন নিয়মিত করে আসায় সিইউমুনাকে আন্তরিক অভিনন্দন জানান।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন