চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংঘর্ষের জেরে ডাকা ছাত্রলীগের বিজয় গ্রুপের ডাকা অবরোধ চারদিনের জন্য আবারো শিথিল করা হয়েছে। আগামী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়ে অবরোধ শিথিল করে তারা।
রবিবার (২৬ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় গ্রুপটি। এসময় বিজয় গ্রুপের কর্মী এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রাজনীতি বিজ্ঞান বিভাগের ফারদিন রাইয়ান ও আরবি বিভাগের সাহিল কবীর সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পেশ করেন।
তারা বলেন, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পাঁচ দফার দাবিতে প্রশাসনকে আল্টিমেটাম আমরা অবরোধ শিথিল করেছি। পাঁচ দফার মধ্য প্রশাসন ইতোমধ্যে তিনটি দাবি মেনে নিয়েছেন। এছাড়া বাকি দুইটি দাবির মধ্যে ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলকে গ্রেফতার ও তার ছাত্রত্বহীনের বিষয়টা কেন্দ্রীয় ছাত্রলীগকে অবহিত করবে বলে প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন। তাই আমরা অবরোধ প্রত্যাহার না করে বৃহস্পতিবার পর্যন্ত আবারো অবরোধ শিথিল রেখেছি।
ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে অভিযোগ করে তারা বলেন, রেজাউল হক রুবেল বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল আমাদের আহত কর্মীদের দেখতে গিয়ে ছাত্রলীগ সভাপতি শিবির ট্যাগ ও ছাত্রলীগের প্রত্যায়ন পত্র না দেওয়ারও হুমকি দিয়ে আসছে। একজন ছাত্রলীগ সভাপতির পক্ষে এ ধরনের হুমকি আমরা কখনই আশা করিনি।
প্রসঙ্গত, বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সিএফসি গ্রুপের একজনকে মারধরের ঘটনায় সোহরাওয়ার্দী হলে বিজয় গ্রুপের তিনজনকে কুপিয়ে জখম করে সিএফসির কর্মীরা। এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে দায়ী করে তার বহিষ্কারের দাবিতে লাগাতার অবরোধের ডাক দেয় বিজয় গ্রুপ। অবরোধের প্রথমদিন বৃহস্পতিবার পাঁচ দফা দাবি জানিয়ে রবিবার পর্যন্ত অবরোধ শিথিল করে গ্রুপটি।
বাংলাধারা/এফএস/টিএম













