চবি প্রতিনিধি »
বন্যা কবলিত এলাকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার আবেদনের সময় আরও ৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
রোববার (৩ জুলাই) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জানা যায়, ভর্তি পরীক্ষা কোর কমিটির ৫ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার (৩ জুলাই) রাতেই শেষ হওয়ার কথা আবেদনের সময়। ৫ দিন বাড়ানোয় আগামী ৮ জুলাই রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
এছাড়া আগামী ১৬ আগস্ট `এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা।













