৭ নভেম্বর ২০২৫

চবিতে ‘ভিপি নুর’র কুশপুত্তলিকা দাহ

চবি প্রতিনিধি »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল নুরুর কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ (বিজয়)।

বৃহস্পতিবার (২ জুন) দিবাগত রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই প্রতিবাদী কুশপুত্তলিকা দাহ করা হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে চবি ছাত্রলীগের শাখা গ্রুপ বিজয়ের নেতাসহ অংশ নেয় দুই শতাধিক সদস্য।

বিক্ষোভ শেষে এক ছাত্রলীগকর্মী বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কিছু বললে আমরা এক বিন্দুও ছাড় দিব না। আমরা এই কর্মসূচির মাধ্যমে নুরের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।’

প্রসঙ্গত, সিলেটের কানাইঘাটে দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এক সমাবেশে নুরুল হক নুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগসহ নেতাকর্মীদের নিয়ে কটুক্তি করে বক্তৃতা দেন ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ