বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে শারীরিক হেনস্তার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৫ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার আদালতে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়ার ৫ জন হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের মো. আজিম, নৃ-বিজ্ঞান বিভাগ ২য় বর্ষের নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ ১ম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন ও ২য় বর্ষের মাসুদ রানা ও সাইফুল ইসলাম।
চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫ জনকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ জুলাই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় ৫ জন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগে হাটহাজারী থানায় মামলাও দায়ের করে সে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ও শনিবার (২৩ জুলাই) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনার ৫ জনকে গ্রেফতার করেছিল র্যাব-৭।
বাংলাধারা/এসআরটি













