চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শিক্ষার্থীদের ভালবাসা ও ভ্রাতৃত্বের সংগঠন সুবর্ণচর স্টুডেন্টস এসোসিয়েশন চবির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) নির্বাচনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৪-১৫ সেশনের আজমীর হোসেন শাহিন সভাপতি ও মেরিন সায়েন্স বিভাগের ১৫-১৬ সেশনের নুর উদ্দিন সাধারণ সম্পাদক এবং ইংরেজি বিভাগের ১৫-১৬ সেশনের নুর আলম সাংগঠনিক সম্পাদক পদে এসোসিয়েশনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়।
এর আগে সকালে চবি সমাজবিজ্ঞান অনুষদের ক্যান্টিনে বার্ষিক সাধারণ সভায় এসোসিয়েশনের বর্তমান সদস্য ও প্রাক্তনরা অংশগ্রহণ করেন। এসময় প্রাক্তন ও আমন্ত্রিত অতিথিরা ক্যাম্পাসের স্মৃতিচারণ, বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মধ্যহ্নভোজের বিরতির পর সমাজবিজ্ঞান অনুষদের সামনে সুনামি গার্ডেনে সকলের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এ কমিটি গঠিত হয় এবং অতি শীঘ্রই কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেন সংগঠনটির উপদেষ্টামন্ডলী। সর্বশেষ র্যাফেল ড্র এবং সদ্য সাবেক সভাপতি সিফাতুর রহমান হিমেলের সমাপনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বাংলাধারা/এফএস/এমআর













