২৩ অক্টোবর ২০২৫

চবিতে স্বাক্ষর জালিয়াতি: অফিস সহকারী বরখাস্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগে এক অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগে এক অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযুক্তকারী শ্রাবণ সরকার দীর্ঘদিন ধরে হলের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। একই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও দুই কর্মচারী শামসুল হুদা ও ছৈয়দ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, শ্রাবণ সরকার কৌশলে ২৫ হাজার টাকা উত্তোলন করেন। বিষয়টি প্রভোস্টের নজরে আসে তার মোবাইলে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার ম্যাসেজ আসার পর। পরে তিনি তাৎক্ষণিকভাবে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। শ্রাবণ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয় এবং দুই সহকর্মীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

চবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বরখাস্তকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নির্ধারিত সুযোগ সুবিধা পাবেন বলেও জানান তিনি।

বাংলাধারা/পিএন

 

আরও পড়ুন