২৩ অক্টোবর ২০২৫

চবি’র সমাবর্তনের আবর্জনা পরিষ্কার করলো কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের পরদিন ক্যাম্পাসজুড়ে এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান চালায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি।বৃহস্পতিবার (১৫ মে)  সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক—যাদের ‘কোয়ান্টিয়ার’ নামে ডাকা হয়। আটটি দলে ভাগ হয়ে তারা ক্যাম্পাস থেকে মোট ৯৬ বস্তা আবর্জনা পরিষ্কার করেন।

একদিন আগে ১৪ মে, দীর্ঘ ৯ বছর পর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সমাবর্তন অনুষ্ঠান। প্রায় ২৩ হাজার গ্র্যাজুয়েটসহ ৩০ হাজারেরও বেশি মানুষের উপস্থিতিতে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় জমে ওঠে আবর্জনার স্তূপ। এই পরিবেশ বিপর্যয় ঠেকাতেই কোয়ান্টামের এই উদ্যোগ।

পরিচ্ছন্নতা অভিযান চলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, লেডিস ঝুপড়ি, শহীদ বুদ্ধিজীবী চত্বর, বিবিএ ও সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, কলা ও সায়েন্স ফ্যাকাল্টি, চাকসু ভবনের সামনেসহ বায়োলজিক্যাল, ম্যারিন সায়েন্স, ল ফ্যাকাল্টি, মেডিকেল সেন্টার ও বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকাজুড়ে।

এ মহতী উদ্যোগের প্রশংসা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন।ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন সরেজমিনে অভিযান পরিদর্শন করে কোয়ান্টিয়ারদের ভূয়সী প্রশংসা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, “এটি একটি অনুকরণীয় উদ্যোগ। কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির এই মানবিক প্রচেষ্টা আমাদের তরুণদের সচেতন নাগরিক হয়ে ওঠার প্রমাণ দেয়।”

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সংশ্লিষ্টরা।

এআরই/পিএন/বাংলাধারা

আরও পড়ুন