২৩ অক্টোবর ২০২৫

চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে মুক্তি দাবিতে প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়িতে চবির পাঁচজন আদিবাসী শিক্ষার্থী ও একজন টমটম চালককে অপহরণের ঘটনার প্রতিবাদে এবং অপহৃতদের উদ্ধারের দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীবৃন্দ।

রবিবার (২০এপ্রিল) সকাল ১০.৩০টায় শহীদ মিনার প্রাঙনে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে অপহৃতদের নিরাপদে উদ্ধার এবং অপহরণকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অংশগ্রহণকারীরা প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা এবং ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক প্রচারণার কড়া সমালোচনা করেন। বক্তারা আরও জানান, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে তারা সারা দেশে কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।

এছাড়াও সমাবেশে তিন দফা দাবি তুলে ধরা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে, শনিবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদিবাসী শিক্ষার্থীরা তাদের পাঁচ সহপাঠীর নিখোঁজ হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের ব্যর্থতায় হতাশা জানান।

অপহৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন— রিশান চাকমা, যিনি পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। এছাড়া চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো অপহরণের শিকার হন। তারা সবাই চবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তাদের দ্রুত উদ্ধারে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ একজোট হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান আয়োজকরা।

পিএন/এআরই/বাংলাধারা

আরও পড়ুন