২৪ অক্টোবর ২০২৫

চবির ছাত্রলীগ নেত্রী শামীমা পুলিশ হেফাজতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমাকে অবরুদ্ধ করে পুলিশে দেয় একদল শিক্ষার্থী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নগরের গোলপাহাড় মোড়ে শামীমা’র নিজ কর্মস্থলে শিক্ষার্থী পরিচয়ে কিছু উত্তেজিত লোকজন অবরুদ্ধ করে , এরপর থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে তাকে হেফাজতে নেয় ।

জানা গেছে, শামীমা সীমা গোলপাহাড় মোড়স্থ একটি অফিসের ফ্রন্ট ডেস্কে কাজ করতেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দাপুটে ছাত্রলীগনেত্রী ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নারীদের গ্রুপ ‘সংগ্রাম’র নেতৃত্ব দিতেন তিনি।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টার দিকে ওই অফিসে শামীমার ডেস্কের সামনে বিপুল মানুষ ভিড় করেন। এ সময় অফিসের ভেতর থেকে সীমাকে পুলিশ নিয়ে আসতে দেখা গেছে। পরে তাকে পুলিশের গাড়ি করে চকবাজার থানায় নিয়ে যাওয়া হয়।

এই বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেছেন, ‘একজন ছাত্রলীগের নেত্রীকে শিক্ষার্থীরা পুলিশে সোপর্দ করেছে বলে খবর পেয়েছি। আমি এখন থানার বাইরে। থানায় যাচ্ছি। এরপর বিস্তারিত জানাতে পারবো।’

তবে জানতে চাইলে ওই প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা আবির হাসান বলেন, ‘ওনার (শামীমা) পরিচয় আমার জানা নেই। তবে তিনি আমাদের ফ্রন্ট ডেস্কে কাজ করতেন।’

যারা পুলিশে তুলে দিয়েছে তাদের পরিচয় জানা আছে কিনা— প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুনেছি তারা সমন্বয়ক বা এই টাইপের কিছু পরিচয় দিয়েছে। তবে ঘটনার সময়ে আমি কর্মস্থলে ছিলাম না। তাই এ বিষয়ে বেশি কিছু জানাতে পারছি না।’

এআরই/বাংলাধারা/২০২৫

আরও পড়ুন