চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। সকাল ৯টা ৪৫ মিনিটে কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা৷তবে ওএমআর ফরম বিতরণ করা হবে ১০টা ১৫ মিনিটে। পরীক্ষা শুরু হবে বেলা ১১ টা থেকে এবং শেষ দুপুর ১২টায়। এই শিফটে ১৮ হাজার ৬৬৫ জন করে ভর্তিচ্ছু অংশ নিতে যাচ্ছে।
১৬ মে ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল-বিকেল চার শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ৭৪ হাজার ৬৫৯ জন ভর্তিচ্ছু।
২৩০০ একররের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এখন লোক লোকারণ্যে পূর্ণ। ভর্তি পরীক্ষা উপলক্ষে আগে থেকেই ক্যাম্পাসে আসেন দূর-দূরান্তের অভিভাবক ও শিক্ষার্থীরা। মানুষ আর কোলাহলে হৈচৈ অবস্থা চবি ক্যাম্পাসের। সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় করতে দেখা যায় বিভিন্ন অনুষদের ভবনের সামনে। নির্দিষ্ট পরীক্ষা কক্ষে যাওয়ার জন্য নির্ধারিত সময়ের আগেই সেখানে যেয়ে ভীড় করতে দেখা যায় তাদের।
তবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন অনুষদের ভবনে প্রবেশ করতে দেওয়া হয় নির্ধারিত সময় ৯:৪৫টা থেকে। এর মাধ্যমে শুরু হয় চবির ভর্তিযুদ্ধ।













