২৯ অক্টোবর ২০২৫

চবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৫ এপ্রিল

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ৫ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও চবি ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের আবেদন ০৫ এপ্রিল সকাল ১১টা থেকে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে করা যাবে। তবে আবেদন ফি ০২ মে রাত ১২টা পর্যন্ত জমা দেয়া যাবে।  

এছাড়া চবির ভর্তি পরীক্ষা আগামী ২২ জুন থেকে ২৫ জুন, ২৮ জুন থেকে ০১ জুলাই এবং ০৫ জুলাই থেকে ০৮ জুলাই অনুষ্ঠিত হবে। তবে ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।  

এবার আবেদনের যোগ্যতা বাড়ানো হয়েছে। ‘বি’ ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ-৮.০০ এবং প্রতিটিতে নূন্যতম জিপিএ-৩.২৫; মানবিক শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ-৭.৫ এবং প্রতিটিতে নূন্যতম জিপিএ-২.৭৫; ব্যবসায় শিক্ষা শাখার সর্বনিম্ন দুটিতে মোট জিপিএ-৮ এবং প্রতিটিতে নূন্যতম জিপিএ-৩.২৫ অর্জন করতে হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ইউনিট/উপ-ইউনিটে আবেদন ফি গতবারের মতো ৪৭৫ টাকা ও আবেদন প্রসেসিং ফি ৭৫ টাকাসহ সর্বমোট ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি বিকাশ, রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে দেয়া যাবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন