২৮ অক্টোবর ২০২৫

চবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সমাধানে হোয়াটসঅ্যাপে অনুরোধ, মোবাইলসহ হাতেনাতে ধরা পরীক্ষার্থী

ক্যাম্পাস প্রতিবেদক»

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। জিজ্ঞাসাবাদে ওই পরীক্ষার্থী জালিয়াতির চেষ্টা করার কথা স্বীকার করে।

শনিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদের ১২০ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আটক ওই শিক্ষার্থীর নাম রিয়াদ। সে বরিশালের বার্থী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেত। তার বাড়ি মাদারীপুর জেলায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার হলে ঢুকার আগে রিয়াদ ইংরেজি প্রশ্নপত্র সমাধান করে দিতে একজনকে অনুরোধ করে। প্রশ্নপত্র পাঠালে সে তা সমাধান করে দিবে এমন ম্যাসেজও দেখা যায়। পরীক্ষার শুরুর আগে ওএমআর ফরম বিতরণ করাকালে হল পরিদর্শক রিয়াদ হাওলাদারকে সন্দেহ করে। বিষয়টি প্রক্টরিয়াল জানানো হলে তাকে তল্লাশি করে একটি মুঠোফোন উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘রিয়াদ জালিয়াতির চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি। রিয়াদের মোবাইল তল্লাশি করে আমরা হোয়াটসঅ্যাপে কিছু ম্যাসেজ পেয়েছি। কিন্তু সে প্রশ্ন দেওয়ার আগে ধরা পড়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জালিয়াতির চেষ্টার কথা স্বীকার করে।’

তার বিরুদ্ধে কি ধরনের  ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আলোচনা চলছে বলে জানান প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন