২৯ অক্টোবর ২০২৫

চবির ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে— বিস্তারিত জানুন

চবি প্রতিনিধি » 

করোনা মহামারির কারণে বার বার পিছিয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার সময়সূচি পুনরায় নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় তিনটি ইউনিটের পরীক্ষার জন্য দুই দিন করে সময় রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসেই নিবো। ক্যাম্পাসে ২২ হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার মতো আসন রয়েছে। তবে স্বাস্থ্যবিধির বিষয় মাথায় রেখে এক শিফটে ১৫ হাজারের বেশি শিক্ষার্থীকে বসাবো না। অন্যান্যবারের আবেদনের সংখ্যা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কোন কোন ইউনিটের পরীক্ষা দুই বা তিন অথবা আরও বেশি শিফটেও নেয়া লাগতে পারে। তাই আমরা ওভাবেই রুটিন সাজিয়েছি।’

ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি

২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিট, ২৪ ও ২৫ আগস্ট ‘এ’ ইউনিট ও ২৬ আগস্ট ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৭ আগস্ট উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন