বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের সহকারী অধ্যাপক অধ্যাপক অরুপ বড়ুয়াকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। এক বছরের জন্য তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগ দেওয়া হয়েছে।
অরূপ বড়ুয়া বর্তমানে চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে বৌদ্ধ ছাত্র পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের বিশ্বশান্তি প্যাগোডার পরিচালকের দায়িত্বেও রয়েছেন। এর আগে তিনি ২০১৪ সালে সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন।
পালি বিভাগের এই সহকারী অধ্যাপক রীতিমাফিক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ যোগদানের তারিখ থেকে একবছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাধারা/এফএস/এএ













