২৩ অক্টোবর ২০২৫

চবির ৫ শিক্ষার্থী নিখোঁজ, আদিবাসী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন ও তিন দফা দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত হওয়ার ঘটনায় আজ (১৯ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের সামনে আদিবাসী শিক্ষার্থীদের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৬ এপ্রিল বুধবার সকালে আনুমানিক ৬টা ৩০ মিনিটে খাগড়াছড়ি সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণের শিকার হন। অপহৃতরা হলেন- চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের লংঙি স্রো।

আদিবাসী শিক্ষার্থীরা দাবি করেন, তারা বিশ্বাস করেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এই অপহরণে জড়িত। সংবাদ সম্মেলনে বক্তারা অপহৃতদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

জানা যায়, পাঁচ শিক্ষার্থী বিঝু উৎসব উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। উৎসব শেষে ১৫ এপ্রিল তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে খাগড়াছড়ির কুকিছড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে রাত যাপন করেন। পরদিন সকালে টমটমে করে খাগড়াছড়ি শহরের বাসস্ট্যান্ডে যাওয়ার পথে গিরিফুল এলাকায় অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা তাদের গন্তব্যে পৌঁছাতে বাঁধা দেয় এবং টমটম ড্রাইভারসহ পাঁচজন শিক্ষার্থীকে অপহরণ করে। পরে ড্রাইভারকে ছেড়ে দিলেও শিক্ষার্থীদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে আদিবাসী শিক্ষার্থীরা অভিযোগ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

অপহরণের ৩ দিন পরেও শিক্ষার্থীদের খোঁজ না পাওয়ায় আদিবাসী শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আগামীকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পার্বত্য অঞ্চলে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

তারা দেশজুড়ে প্রগতিশীল, মানবিক ও সচেতন ছাত্রসমাজ এবং নাগরিকদের এই আন্দোলনে সংহতি জানানোর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আদিবাসী শিক্ষার্থীরা প্রশাসনের কাছে তিন দফা দাবি তুলে ধরেন- অবিলম্বে অপহৃত পাঁচ শিক্ষার্থীকে নিঃশর্তে ও সুস্থ অবস্থায় মুক্তি দিতে হবে, শিক্ষার্থীদের উদ্ধারে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে।

পিএন/এআরই/বাংলাধারা

আরও পড়ুন