৮ ডিসেম্বর ২০২৫

চবি’র ৮ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর স্বর্ণপদক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৮ জন শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর স্বর্ণপদক।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এই স্বর্ণপদক বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীরা হলেন- আরবি বিভাগের মোহাম্মদ ঈসা, এ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকৌশল বিভাগের অভিজিৎ বড়ুয়া, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শামীম আক্তার, অর্থনীতি বিভাগের পূজা ভট্টাচার্য, আইন বিভাগের আবু বকর ছিদ্দিক, ফার্মেসি বিভাগের শর্মিষ্ঠা মিত্র, ট্রিপল-ই বিভাগের ইসরাত জাহান এবং মেডিসিন বিভাগের মোহাম্মদ তাফাজ্জুল হোসেন ভূঁইয়া।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জনসহ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়েছে। ২০১৮ সালে প্রকাশিত একাডেমিক ফলাফলের ভিত্তিতে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পদকের জন্য নির্বাচিত হয়েছেন। তারমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৮জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চেীধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে ১৬৩ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। দেশের বিশ্ববিদ্যালসমূহের কৃতি শিার্থীদের মেধা বিকাশ ও অধ্যয়নে উৎসাহ প্রদানের জন্য ইউজিসি ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন