২৪ অক্টোবর ২০২৫

চবি কেন্দ্রে অংশ নেবে ঢাবির সাড়ে ২৪ হাজার ভর্তি পরীক্ষার্থী

চবি প্রতিনিধি »

গত বছরের মতো এবারও আগামীকাল শুক্রবার (৩ জুন) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। এবারের ভর্তি পরীক্ষায় পাঁচ ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে অংশ নিবে ২৪ হাজার ৫৮৯ জন শিক্ষার্থী। এ নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করছে চবি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, আগামী ৩ জুন ‘গ’ ইউনিটে তিন হাজার ৯৫৩ জন, ৪ জুন ‘খ’ ইউনিটে তিন হাজার ৫৩৮ জন, ১০ জুন ‘ক’ ইউনিটে ১০ হাজার ৪২০ জন, ১১ জুন ‘ঘ’ ইউনিটে ছয় হাজার ২৭০ জন এবং ১৭ জুন ‘চ’ ইউনিটে ৪০৮ জন শিক্ষার্থী চবি কেন্দ্রে অংশ নেবেন।

ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হবে বেলা ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা)। আর চারুকলার অর্থাৎ ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষাটি হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত (৩০ মিনিট)।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে ইতোমধ্যে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষা চলাকালীন ট্রেনের শিডিউল পরিবর্তন করা হয়েছে। এছাড়া জিরো পয়েন্টে তথ্য-বুথ এবং অভিভাবকদের জন্য দুইটি হলে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

পরিবর্তীত শিডিউল অনুযায়ী, পরীক্ষার দিন সকালে বটতলী থেকে ৭টা ৫০ মিনিট, ৮টা ৫০ মিনিট, বিকেল ৩টা ৩০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে ট্রেনগুলো ছেড়ে আসবে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল স্টেশন থেকে দুপুর ১টা ৩০ মিনিট, দুপুর ২টা ১৫ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে শহরে উদ্দেশে ছেড়ে যাবে বলে জানান প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

ঢাবি সূত্রে জানা যায়, পাঁচটি ইউনিটে মোট আসন রয়েছে ২৪ হাজার ৫৮৯টি। এর মধ্যে ‘ক’ ইউনিটে ১ হাজার ৮৫১টি, ‘খ’ ইউনিটে ১ হাজার ৭৮৮টি, ‘গ’ ইউনিটে ৯৩০টি, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬টি এবং ‘চ’ ইউনিটে ১৩০টি আসন রয়েছে।

আরও পড়ুন