চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পরিবেশবান্ধব যাত্রীসেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ইলেকট্রিক কার (ই-কার)। আগামীতে বৃহৎ পরিসরে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
মঙ্গলবার (১৩ মে) থেকে চারটি ই-কার পরীক্ষামূলকভাবে ক্যাম্পাসে চলাচল শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
তিনি বলেন, “আগামী দুইদিন এই ই-কারগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। ফলাফল সন্তোষজনক হলে আগামী জুন মাসেই ২০টি ই-কার দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু করা হবে।”
ড. কামাল উদ্দিন আরও জানান, ঢাকা থেকে ই-কারগুলো মঙ্গলবারই চবি ক্যাম্পাসে পৌঁছেছে। শিক্ষার্থীদের মতামত এবং প্রতিক্রিয়াই ভবিষ্যতে এই সেবার পরিধি নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে।
এআরই/পিএন/ বাংলাধারা