চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কুমিল্লার চান্দিনা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চান্দিনা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, চবি’র নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে এসোসিয়েশনের সদস্যদের ভোটে রসায়ন বিভাগের ১৩-১৪ সেশনের শিক্ষার্থী আসাদুল ইসলাম সোহাগ সভাপতি, ১৪-১৫ সেশনের মো. রাশেদুজ্জামান ভুঁইয়া সাধারণ সম্পাদক, ১৬-১৭ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী মো. বোরহান উদ্দিন সাংগঠনিক সম্পাদক এবং ১৫-১৬ সেশনের সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ইলিয়াছ চৌধুরী যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) ১২টার দিকে সেন্ট্রাল লাইব্রেরী চত্ত্বরে আয়োজিত এক সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভা শেষে নতুন কমিটি এসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়া পূর্ণাঙ্গ কমিটির অর্থ সম্পাদক সামিউল আহসান সানি, দপ্তর সম্পাদক সাকিব ভুঁইয়া, প্রচার সম্পাদক আবুল কাশেম মাহমুদ, ক্রীড়া সম্পাদক মো. ইমাম হোসেন সুমন , আইন সম্পাদক মুহসীন আক্তার দৃষ্টি , মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাহিন আলম , ছাত্রী বিষয়ক সম্পাদক জামিলা বিনতে কাশেম মিমি , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারহানা ইয়াসমিন রুমি, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আবদুর রহমান মনোনীত হয়েছেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের শিক্ষক উপদেষ্টা ও চবি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শাহ আলম, এসোসিয়েশনের ছাত্র উপদেষ্টা ও চবি শাখা ছাত্রলীগের শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাছির, চবি তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন ও আইন বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. সলিম উল্লাহ মৃধা প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম













