বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রের কাছ থেকে মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগরীর আকবর শাহ থানা পুলিশ। এসময় ওই ছাত্রের তিনটি মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ আগস্ট) ভোর পর্যন্ত আকবর শাহ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার পাঁচ ছিনতাইকারী হলেন—আনোয়ার হোসেন সাদ্দাম (২৪), আব্দুল আলিম (২০), শাহাদাত হোসেন (২২), নূর হোসেন রবিন (২২) এবং সুমন হোসেন (১৯)।
ছিনতাইয়ের শিকার ওই ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অধ্যয়নরত। তার নাম হাসিবুর রহমান। বাড়ি গাইবান্ধা জেলায়। সে চবি’র শাহজালাল হলের আবাসিক ছাত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে এক বন্ধুকে নিয়ে হাসিবুর বেড়াতে যান পতেঙ্গা সমুদ্র সৈকতে। সন্ধ্যায় তারা আসেন আকবর শাহ এলাকার পুরাতন টোলরোডের বেড়িবাঁধে। তারা বসে গল্প করছিলেন। হঠাৎ ৫ তরুণ এসে তাদের মারধর করে তিনটি মোবাইল ও নগদ ৩ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নেয়।
বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগ পেয়ে আমরা ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতার করেছি। মোবাইল-টাকা ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছি। ছিনতাইয়ে ব্যবহৃত দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।’
‘এ ঘটনায় হাসিবুর রহমান আকবর শাহ থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার পাঁচজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ বলেন ওসি।
গ্রেফতার আনোয়ার হোসেন সাদ্দামের বিরুদ্ধে ৩টি, শাহাদাত হোসেনের বিরুদ্ধে ১টি এবং নূর হোসেন রবিনের বিরুদ্ধে ২টি মামলা আছে বলে জানান ওসি ওয়ালী উদ্দিন আকবর।
বাংলাধারা/আরএইচআর













