চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সদ্য ঘোষণাকৃত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদ পেয়েছন ১৫ বছরেও পাস না করা আল আমিন রিমন।
জানা যায়, রিমন ২০০৮-০৯ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিদ্যায় ভর্তি হয়। বিশ্ববিদ্যালয়ের পনের বসন্ত পার করলেও পাস করতে পারেনি একবর্ষও।
এর আগে গত ৩১ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা একটি বিজ্ঞপ্তিতে চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে পদ পেয়েছেন রিমন। কমিটি ঘোষণার পর থকেই নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
আরও জানা যায়, রিমন কখনও নিয়মিতভাবে ছাত্রলীগের মিছিল-মিটিংসহ কোনো প্রোগ্রামেই অংশগ্রহণ করেনি। এই বিষয়ে চবি ছাত্রলীগের নেতাকর্মীরা তার পারিবারিক রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক একাধিক ছাত্রলীগ নেতাকর্মী মনের চাপা ক্ষোভ থেকে বলেন, যে ছাত্র বিশ্ববিদ্যালয় জীবনে কোনো পরীক্ষায়-ই পাস করেনি সে কিভাবে ছাত্র প্রতিনিধি হয়?
তারা আরও জানায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মিছিল-মিটিং না করলেও রিমনের নামে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। চাঁদাবাজীর সেই অর্থ পৌঁছে যায় যায় বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রনেতার কাছে ৷ যার সহযোগিতায় তালিকায় না থেকেও সিনিয়র সহ-সভাপতির পদ পেয়েছেন।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও ইকবাল হোসেন টিপুর সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করলে তারা ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যস্ত আছেন বলে জানান।