চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৫ ও ৬ মার্চ। উৎসবে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর ওমরগণি এম. ই. এস. কলেজের শিক্ষক মিলনায়তনে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমূলক আলোচনা সভায় এসব কথা জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি এবং সুবর্ণ জয়ন্তী কমিটির আহবায়ক প্রফেসর ড. আনোয়ারা বেগম। এসময় সুবর্ণজয়ন্তী উৎসবের প্রস্তুুতির সার্বিক বিষয় তুলে ধরেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য-সচিব ও সমাজবিজ্ঞান অনুষদের নব নিবার্চিত ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী।
আলোচনায় সভায় আরও অংশ নেন প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির, প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, ড. মো. সফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিন, সহকারী অধ্যাপক মো. বখতেয়ার উদ্দিন, বিভাগের প্রাক্তন ছাত্র চাকসুর সাবেক জিএস গোলাম জিলানী, সাবেক ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, মাহফুজুল হক চৌধুরী, ওমরগণি এম.ই.এস. কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলম, আবুল হাসেম চৌধুরী, এডভোকেট মো. শামীম, সরওয়ার মামুন, সৈয়দ আহম্মদ অধ্যক্ষ রফিক উদ্দিন, পুলিশ সুপার জয়নাল টিটুসহ অনেকেই।
বাংলাধারা/এফএস/টিএম













