২৪ অক্টোবর ২০২৫

চবি শহীদ মিনারের প্ল্যাকার্ড নিয়ে সমালোচনার ঝড়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনারের সামনে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রদর্শিত প্ল্যাকার্ডে বানান ভুলের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ‘বাংলাদেশ’, ‘ফেব্রুয়ারি’, ‘শহীদ’—এমন গুরুত্বপূর্ণ শব্দের ভুল বানান দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা।

একুশ মানেই ভাষা শহীদদের প্রতি সম্মান ও শুদ্ধ বাংলার চর্চা। অথচ সেই দিনেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্ল্যাকার্ডে এমন অনাকাঙ্ক্ষিত ভুল হতাশ করেছে সবাইকে। শিক্ষার্থীরা বলছেন, এটি দায়িত্বশীলতার অভাব ও অবহেলার পরিচায়ক।

চবির শিক্ষার্থী মো. রাকিব বলেন, ‘ভাষা শহীদদের স্মরণে এমন আয়োজনে বানান ভুল সত্যিই দুঃখজনক। আমরা চাই, প্রশাসন ভবিষ্যতে আরও সতর্ক হবে।’

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ জানান, ‘ভুলটি দুঃখজনক। বিষয়টি জানার পরপরই প্ল্যাকার্ড সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচাই-বাছাই চলছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন, যেন ভবিষ্যতে মাতৃভাষা ও শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে এ ধরনের ভুল আর না ঘটে।

আরও পড়ুন