বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র এসএম আবরার লাবিব নিখোঁজ হয়েছেন। তিনি ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল হাসপাতালে অসুস্থ বাবার দেখাশোনা করে হাঁটতে বের হয়ে আর ফেরেননি তিনি। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় বুধবার (৬ জানুয়ারি) নগরীর ডাবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে লাবিবের পরিবার। চট্টগ্রাম নগরীর চৌমুহনী এলাকায় চাচার বাসায় থেকে পড়াশোনা করছিলেন নিখোঁজ এই শিক্ষার্থী।
নিখোঁজ এসএম আবরার লাবিবের পরিবার সূত্র জানান, লাবিবের বাবা করোনাভাইরাস পজিটিভ, তিনি দীর্ঘদিন ধরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি আছেন। প্লাজমা থেরাপি দেওয়ার পরে কিছুটা সুস্থ বোধ করেন তিনি। এতদিন বাবার দেখাশোনা করতে হাসপাতালেই ছিল লাবিব। গতকাল বিকেল ৫ টা নাগাদ হাসপাতাল থেকে হাঁটতে বের হয়ে সে আর ফিরে আসেনি। বের হওয়ার সময় সে তার মোবাইলটাও নিয়ে যায়নি।
ডবলমুরিং থানা পুলিশ জানিয়েছে, আজকে সকালে জিডি করা হয়েছে। আমরা পদক্ষেপ নিচ্ছি। বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাধারা/এফএস/এইচএফ













