চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন যেন শিক্ষার্থীদের জীবনের এক অনন্য মুহূর্ত হয়ে ধরা দিয়েছিল। যেখানে মিলেমিশে ছিল আনন্দ, আবেগ, স্মৃতি আর সাফল্যের উৎসব।
সেই ক্যাম্পাস, যেখানে বইয়ের পাতার আড়ালে চলত বন্ধুত্বের গল্প, জারুল গাছের ছায়ায় গড়ে উঠত ভালোবাসার নীরব চুক্তি, আর ক্লাসে শিক্ষক ঢোকার ঠিক দুই মিনিট আগে হন্তদন্ত হয়ে দৌঁড়ে পৌঁছানো। এসব স্মৃতি যেন এক মুহূর্তে ফিরে এসেছিল সমাবর্তনের সেই দিনটিতে।
শিক্ষার্থীদের চোখেমুখে ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা আর উচ্ছ্বাসের এক অপূর্ব মিশেল। তাদের হাসিমুখ, আকাশের মতো উদার স্বপ্ন আর পেছনে ফেলে আসা দিনগুলোর জন্য এক চিলতে নস্টালজিয়া বলে দিচ্ছিলো এই ক্যাম্পাসের সাথে তাদের সম্পর্কটা কেবল শিক্ষার নয়, প্রেমেরও।
আমি গিয়েছিলাম চবি ক্যাম্পাসে, খুব কাছ থেকে দেখতে ও শুনতে সেই গল্পগুলো। যেখানে বন্ধুত্বের বন্ধন এতটাই গভীর, মনে হচ্ছিল যেন প্রতিটি শিক্ষার্থী একে অপরের আত্মার অংশ। কেউ কারও সাফল্যে শুধু হাততালি দেয়নি, বরং সেই সাফল্যের পথটিও একসাথে হেঁটেছে।
আরও বিস্ময়কর ছিল—মা, বাবা কিংবা সফলতার পিছনের মানুষটিকেও তারা নিয়ে এসেছেন ক্যাম্পাসে। পরিয়ে দিয়েছেন গর্বের গাউন, মাথায় তুলেছেন সম্মান আর ভালোবাসার মুকুট।
হ্যাঁ, এসব দেখে কিছু সময়ের জন্য আমার নিজের জীবনের দিকে তাকিয়ে খানিকটা আফসোস জেগেছিল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি মুগ্ধ হয়েছি চবির প্রেমে।
এই প্রেম, এই বন্ধন, এই ভালোবাসা প্রতিদিন এভাবেই ফুটে উঠুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাবর্তনের আড়ালে নয়, প্রতিটি দিনে, প্রতিটি ক্লাসে, প্রতিটি আড্ডায়।
লেখক- শিক্ষার্থী, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ ,
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
চবি সমাবর্তন, যেখানে প্রেম আর প্রাপ্তির গল্প একসাথে জড়ানো
আরও পড়ুন
সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় চালক নিহত
চট্টগ্রাম বিমানবন্দরে ৮০০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ
সিএমপির ১৬ থানার ওসি একযোগে বদলি
কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার ১
এ সম্পর্কিত আরও
৩ দিন পর স্বল্পকথায় মুখ খুললেন খালেদা জিয়া
হলমার্ক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত এমডি তানভীর মাহমুদ আর নেই
আলীকদমে যৌথ অভিযানে ইয়াবাসহ প্রেসক্লাব সভাপতির ভাই আটক
ট্রেনের সাথে মোটরসাইকেলের ধাক্কা: আনোয়ারার জফির উদ্দীনের মৃত্যু
সর্বশেষ
সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় চালক নিহত
চট্টগ্রাম বিমানবন্দরে ৮০০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ
সিএমপির ১৬ থানার ওসি একযোগে বদলি
কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার ১
রাউজান-৬ আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী