চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৫ বছর পূর্তিতে দুইদিনব্যাপি রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এ অনুষ্ঠান উদ্বোধন করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে বর্ণাঢ্যর্যালি বের হয়ে জয় বাংলা ভাষ্কর্য চাকসু ভবন কলা অনুষদ ও প্রশাসনিক ভবন হয়ে আবার সমাজবিজ্ঞান অনুষদের সামনে এসে শেষ হয়। এরপর সমাজবিজ্ঞান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ, চবি কেন্দ্রীয় এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, পিএইচ ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান এবং বিভাগের শিক্ষক প্রফেসর আলী আজগর চৌধুরী।
বিভাগের ৭ম ব্যাচের সাবেক শিক্ষার্থী ফারজানা করিম ও তাজুল ইসলামের সঞ্চালনা ও বিভাগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল ও সাধারণ সম্পাদক হামিদ উল্ল্যাহ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













