৭ নভেম্বর ২০২৫

চবি সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব

চবি প্রতিনিধি »

মধুমাস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুন) বিকালে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এ উৎসব আয়োজন করে সংগঠনটি।

আনারস, কাঠাল, ল্যাংড়া ও হিমসাগর আম, লিচুসহ বিভিন্ন ফল নিয়ে আয়োজিত এ উৎসবে চবি সাংবাদিক সমিতির সদস্য, প্রক্টরিয়াল বডি এবং পুলিশ প্রশাসন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। এসময় প্রক্টর বলেন, মধুমাসে চবি সাংবাদিক সমিতির এমন ফল উৎসবকে আমরা স্বাগত জানাই। এগুলোই আমাদের সবুজ বাংলার সৌন্দর্য। করোনা পরবর্তী এ ধরনের আয়োজন খুব বেশি চোখে পড়েনি।

তিনি বলেন, প্রশাসনের কাজগুলো মানুষের মাঝে তুলে ধরে সাংবাদিকরাই। তাই সাংবাদিকদের কাছ থেকে আমাদের প্রত্যাশাও অনেক বেশি। আপনারা বিশ্ববিদ্যালয়কে যেভাবে তুলে ধরবেন, মানুষ সেভাবেই বিশ্ববিদ্যালয়কে দেখবে।

বিশ্ববিদ্যালয়কে সচল রাখার জন্য প্রক্টরিয়াল বডি, পুলিশ, গোয়েন্দা সংস্থার মত সাংবাদিকদেরও অনন্য ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে যা কিছু ঘটে আমরা যেমন সেদিকে নজর রাখি তেমনি সাংবাদিকরাও রাখেন। তাই আমাদের মধ্যে সমন্বয় থাকাটা খুব প্রয়োজন। এসময় তিনি সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ফল উৎসবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম, হাসান মোহাম্মদ রুমান শুভ, শাহরিয়ার বুলবুল তন্ময় এবং চবি পুলিশ ফাঁড়ি পরিদর্শক মহিউদ্দিন সুমন।

বাংলাধারা/এসএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ