চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট সংলগ্ন মাছ বাজারে রঙে ডুবিয়ে মাছ বিক্রির প্রস্তুতির অভিযোগ উঠেছে। আজ বিকেল ৩টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী আয়েশা আবেদিন ব্যক্তিগত টিউশনে যাওয়ার পথে ঘটনাটি স্বচক্ষে প্রত্যক্ষ করেন।
তিনি জানান, “বাসা থেকে বের হয়ে গলির মাথায় দেখি কিছু কার্টন থেকে বড় বড় মাছ বের করা হচ্ছে। এরপর সেগুলো একটি বড় বালতিতে ডোবানো হয়, যার পানি কমলা রঙের ছিল। মাছগুলো তুলে আনার পর সেগুলোর গায়ে হালকা কমলা আভা দেখা যাচ্ছিল। দেখতে মিনার কার্পের মতো লাগছিল।”
আয়েশা আরও বলেন, “আমি ভিডিও করতে চাইলেও যিনি কাজটি করছিলেন, তিনি রুক্ষভাবে তাকান, ফলে আমি ভয় পেয়ে যাই। পাশে কেউ ছিল না এবং টিউশনে দেরি হচ্ছিল, তাই আর প্রমাণ সংগ্রহ করতে পারিনি।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “চবি এলাকার বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই বাজার থেকেই মাছ কিনে থাকেন। যদি সত্যিই রঙ বা কেমিক্যাল ব্যবহার করে মাছ বিক্রি করা হয়ে থাকে, তবে তা স্বাস্থ্যঝুঁকির জন্য মারাত্মক হতে পারে। বিষয়টি প্রশাসনের নজরে আনা জরুরি।”
এ বিষয়ে বাজার কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে এ ধরনের ভেজাল কার্যক্রমের ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন অনেকেই।