বাংলাধারা প্রতিবেদন »
গত ২০ এপ্রিল করোনা পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আরটি-পিসিআর মেশিন আনা হয়। আগামী মঙ্গলবার (৫ মে) থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও মেশিন স্থাপনের পর ক্যালিব্রেশন (মেশিন পরীক্ষার করার একটি পদ্ধতি) করার সময় ত্রুটি ধরা পড়ে। ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েছে চমেকে করোনা পরীক্ষা।
রোববার (৩ মে) সকালে মেশিনটি খুলে নিয়ে যায় সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারসিস ম্যানেজম্যান্ট করপোরেশন।
চমেক’র অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান বলেন, ক্যালিব্রেশন করতে গিয়ে মেশিনে বড়সড় ত্রুটি ধরা পড়েছে। তাই মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান মেশিনটি ঢাকায় নিয়ে গেছেন। তারা নতুন একটি মেশিন সরবরাহ করবেন অথবা মেশিনটির ত্রুটি সারিয়ে দেবেন।
এ পুরো প্রক্রিয়া শেষ করে আবারও মেশিন স্থাপন করতে বেশ কিছুদিন সময় লাগতে পারে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম












