২ নভেম্বর ২০২৫

চমেকে ধরা দুই চোর

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে চুরির দায়ে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের পূর্ব গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়

গ্রেফতাররা হলেন- তাসলিমা আক্তার (২২) ও রওশন আরা বেগম (৩৫)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চমেক হাসপাতালের নিচ তলায় একজন রোগী ওষুধ কেনার সময় তার ভ্যানিটি ব্যাগ থেকে ৪৪ হাজার ৫০০ টাকা দামের ১টি স্মার্টফোন ও নগদ ২ হাজার ৩৮০ টাকা চুরি হয়। পরে রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন