২৫ অক্টোবর ২০২৫

চমেকে বহুল কাঙ্ক্ষিত ওয়ান স্টপ ইমার্জেন্সি ইউনিটের যাত্রা শুরু

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বহুল কাঙ্ক্ষিত ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি ইউনিট’।

৩১ হাজার বর্গফুট জায়গায় নির্মিত এই ইউনিটে এক ছাদের নিচেই মিলবে প্রয়োজনীয় সব চিকিৎসাসেবা।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ফিতা কেটে ইমারর্জেন্সি কেয়ার ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওই ইউনিটে ২৪ ঘণ্টা দায়িত্বে থাকবেন সিনিয়র কনসালট্যান্টসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রোগ নির্ণয়ের জন্য রয়েছে আলট্রাসনোগ্রাফিসহ জরুরি সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা। সংশ্নিষ্টদের অভিমত- প্রায় চার কোটি টাকায় নবনির্মিত ৮০ শয্যার ইউনিটটি এই অঞ্চলে চিকিৎসাসেবা নিশ্চিতে বড় অবদান রাখবে।

নবনির্মিত ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার ইউনিটে তিনটি ক্যাটাগরিতে রোগীদের দেওয়া হবে প্রয়োজনীয় চিকিৎসা। সংকটাপন্ন অবস্থায় আসা রোগীদের শারীরিক অবস্থা বিবেচনা করে লাল, কমলা, হলুদ ও সবুজ ব্যান্ড দিয়ে চিহ্নিত করে সেবা দেওয়া হবে। ২৪ ঘণ্টা একাধিক শিফটে দায়িত্বে থাকবেন মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, শিশু, অর্থোপেডিক, অ্যানেসথেসিয়াসহ প্রায় ওয়ার্ডের একজন করে চিকিৎসক। সব সময় থাকবেন মেডিকেল অফিসারের পাশাপাশি সিনিয়র কনসালট্যান্ট পর্যায়ের একজন চিকিৎসক।

এখানে তাৎক্ষণিকভাবে রোগ নির্ণয়ের জন্য রাখা হয়েছে প্যাথোলজি, এক্সরে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, আলট্রাসনোগ্রাফি, এমআরআই, পালস অক্সিমিটার, রক্তসহ জরুরি সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা। রয়েছে আইসিইউ, এইচডিইউ এবং পোস্ট অপারেটিভ ইউনিট।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন