চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরও এক নারী দালাল আটক করেছে পুলিশ। চমেক হাসপাতালের গাইনী বহি:বিভাগ থেকে আলো দাস প্রকাশ রত্না (৪০) নামের এ দালালকে আটক করা হয়।
সোমবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ১২টায় তাকে আটক করা হয় বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
আটককৃত আলো দাস প্রকাশ রত্না নগরীর পাঁচলাইশ থানার কাপাসগোলাস্থ বাবু কলোনির মৃত নারায়ন দাসের স্ত্রী।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের গাইনী বহি:বিভাগ থেকে আলো দাস প্রকাশ রত্না নামের এক দালাল আটক করা হয়েছে। সে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও চমেক হাসপাতালকে দালাল মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে হাসপাতালের বহির্বিভাগ থেকে নাসরিন আহমেদ (৩৪) ও শাহাদাত হোসেন সিফাত (১৮), মোঃ আশরাফ শামীম (২৬) নামের তিন দালালকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।












